কানে কানে কোকিলা কেনো বলে
আসবে বধূয়া ফিরে ।।


জ্বেলেছে ফাগুন
ফুলেতে আগুন
বাতাসে বাজে বাঁশরি
থামবে তরনী তীরে ।।


কেনো যে নয়ন দেখে যে স্বপন
জেগে জেগে সারাদিনো যামী
যার পানে আজ যাই আমি ।


আলোর ছোঁয়ায়
রাত্রি শেষ হয়
কতো কি আশা ভরসা
আমাতে রাখি যে ঘিরে ।।