আজ এসো খুশি মতো গান ধরি এই রাতে
মন দিয়ে মন ভরি হাত রাখি এই রাতে
কাল যা হবে - তা হবে
ভুয়া, ভুয়া, ভুয়া, ভুয়া ।।


কে আছে সে আছে, কে গেছে সে গেছে
যা পেলে তা নিতে ভুলো না
এ চোখে যা দেখো এ প্রাণে তা রাখো
মায়াবী স্বপনে দুলো না ।
কাল যা হবে তা হবে...... ।।


কে হাসি ছড়াবে, কে ব্যথা ভোলাবে
কে কথা শোনাবে বলো না
যে হিয়া হারাবে, যে হিয়া ভরাবে
সেখানে রেখো না ছলো না ।
কাল যা হবে তা হবে......।।