জ্বালাও আকাশ প্রদীপ
শান্ত এ হেমন্ত সন্ধ্যায়
দিনো যায় দিনো যায় ।।
নব ফসলেরও ঘ্রাণে
শিহরণ লাগে প্রাণে
আপন দানের আড়ালে
রয়েছো তুমি কোথায় ।।
ঝরে যায় কাশফুল শূন্য কানন
জানিনা কি খেলা তুমি খেলিছো এখন ।
কুয়াশার অগোচরে
কে গো তুমি গেলে সরে
না হয় ক্ষণিক দাঁড়ালে
আমারই পিছু ডাকায় ।।