হয়তো আমাকে কারো মনে নেই
আমি যে ছিলাম এই গ্রামেতেই
এই মাটিতেই জন্ম আমার
তাইতো ফিরে এলাম আবার
অনেক চেনা অনেক জানা
তোমাদের কাছেতেই ।।


এই খানেতেই হৃদয় দিয়ে
গেলাম শুধুই দুঃখ নিয়ে
বুকটা ভেঙে গেল যে ঝড়
এলাম সেই ঝড় বুকেতে নিয়েই ।।


ফিরে এলাম জবাব দিতে
সব কিছুরই হিসাব নিতে
প্রতিশোধটা পাওনা হলে
মিটিয়ে দেবো প্রতিশোধেই ।।