গহন মেঘের ছায়া ঘনায় সে আসে
বসে ছিলাম যার আশে
ওই আসে সে আসে ।।
শুনি সাজো সাজো রবে
ভুবন সাজে মহোৎসবে
বিদ্যুতেরই চমক লাগা সাঁঝে ।।
দুরু দুরু ডঙ্গর দেখা দিয়ে
মাতিয়ে দিল সে আমাকে
প্রাণের সেতার সাজিয়ে
সুরে সুরে সাধিয়ে ।
সে যে ঝরে ঝরে পড়ে
আমারো বিজল এ অন্তরে
ঝরে আমার বুকের ভালোবাসা
ভালোবাসার বিশ্বাসে ।।