গানের খাতার পাতা সরাতে সরাতে
একটাই গান চোখে পড়ে বার বার
সে গান তোমার আমার
ঠিকানা যে তার হারিয়ে গেছে সুরের ভুবনে ।।
গোলাপের একটা পাপড়ি শুকিয়ে গেছে
খাতাটার এক কোণে তবুও লেগে রয়েছে
গলছে সে ফুরায়নি ফাগুনের ফুলের বাহার
স্বরলিপি তার ফুরিয়ে গেছে সুরের ভুবনে ।।
দুটি মন একটি স্বপ্নে ভরে ছিল যে
স্বপ্নকে সত্যি ভেবে সে কতো সহজে
গাঁথলো সে মুক্তা দিয়ে স্মরণের এক মণিহার
মুক্তাগুলো ছড়িয়ে গেছে সুরের ভুবনে ।।