যতো সহজে ফুলের কুঁড়ি ফুটে যায়
ততো সহজে ফোটে না মনের কথা
যা তুমি চাইছো যাতে আমি
কি করে জানাবো সেই বারতা ।।
কি কথায় তোলপাড় করে ওঠে মন
জানে সারা পৃথিবীর শুধু একজন
ঠোঁটেতে ঝিলিক শুধু জেগে যায়
চোখে ধরা পড়ে তার চঞ্চলতা ।।
যে আমায় বোঝে শুধু সেই বুঝে নে
মনটাকে সোজাসুজি কী গো তুলে দে
বোঝে না অন্য কেউ কোনোদিন
কী হাওয়ায় দোল খায় ঝুমকো লতা ।।