এত বড় আকাশটাকে ভরলে জোছনায়,
ওগো চাঁদ, এ রাতে আর তোমায় বোঝা দায় ||


শুধু কি চন্দ্রমুখী, দিয়ে যায় সবাই উঁকি
যুথী আর হাস্নুহানা একই চোখে চায় ||


কে তোমার আলোর কণাসব আগে মাখবে গায়ে----
নদীর ওই ঢেউগুলো তাই পড়েছে তীরের পায়ে |


আমারও বুকের মাঝে কী যে হয় বুঝি না যে
কী যেন হঠাৎ চোখে সবই ভেসে যায় ||