একি অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়,
ভালোবেসে রাজা বা ফকির দুই হওয়া যায় ।।


কখনো সমাধি পরে কখনো বাসরঘরে
একই ফুল ঝরি আমি দু’টি কামনায় ।।


আমাকে প্রদীপ করে এ কি আলো দিলে ভরে,
না পেলে বুকের জ্বালা সে যে নিভে যায় ।।