এক বৈশাখে দেখা হলো দু’জনার,
জোষ্টিতে হলো পরিচয়।
আসছে আষাঢ় মাস,
মন তাই ভাবছে কী হয় কী হয়।
কী জানি কী হয়!!


তখনি তো হলো দেখা
যেই না নয়ন কিছু চেয়েছে,
জানাজানি হয়ে গেছে
অধর যখনি কথা পেয়েছে।
জানি না তো কী যে হবে
এর পরে কিছু পেলে এ হৃদয়।।
আসছে আষাঢ় মাস...


প্রথমে চমক ছিলো
তারপরে ভালোলাগা এসেছে,
ডুবে গেছে সেই মন
যে মন খুশির স্রোতে ভেসেছে।
জানি না তো কী যে হবে
সব কিছু হয়ে গেলে তন্ময়।।
আসছে আষাঢ় মাস...