এই তো সেদিন তুমি আমারে বোঝালে
আমার অবুঝ বেদনা।
দুটি হাত ধরে আমি তোমায় বলেছি
এ শুধু আমার, তুমি কেঁদো না।।


তোমার প্রেমের কাছে চির-ঋণী করে
আরো কি চেয়েছো দিতে এ হৃদয় ভরে।
কণাটুকু তার আমি শুধিতে পারিনি
ব্যথা দিয়ে তাই আর বেঁধো না।।


অনেক হারাতে হল জীবনে তোমার
সেই অপরাধে আমি অপরাধী,
এবার একলা আমি কাঁদি।


বিদায় নেবার আগে বলে যেতে চাই
তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাই।
স্বরলিপি ভুল করা শেষের এ-গান
স্মৃতির বীণার আর সেধো না।।