এই রাত শেষ রাত হয়তো এ জীবনের,
একটু আমার কাছে আরো থেকে যাও
যে নতুন নাম দিয়ে ডেকেছে প্রথম দিনে,
সে নামে আবার তুমি কাছে ডেকে নাও
একটু আমার কাছে আরো থেকে যাও।।


নিভে আসা এই দীপালিতে ডাকবো না আর আলো দিতে |
শুধু আজ শেষবার দুহাতে আড়াল করে,
ক্লান্ত শিখাটি তার দাও ঢেকে দাও |
একটু আমার কাছে আরো থেকে যাও।।


কত যে হয়েছি খুশী কি করে বোঝাই,
কি গরবে হাসি মুখে আমি চলে যাই,
হয় তো বা কোন মাঝ রাতে
দেখবে না আমি আছি সাথে
শুধু শেষবার আমার দুচোখ ভরে
কি চাওয়া রেখেছি তুমি যাও দেখে যাও |
একটু আমার কাছে আরো থেকে যাও।।