দুই বন্ধু দুই সাথী
এক গাঁয়ের দুই কিশোর
আজ একজন সাত মহলে
আর একজন পায়নি ঘর
সেই ছোট্ট বেলা থেকে দু'জন
করতো খেলা একই সাথে
এই ছোট্ট নদীর জল তরঙ্গে
বাইতো তরী একই হাতে
কতো সুন্দর সাজ সকালে
ঘুরতো পথে প্রান্তরে
এক বুকে এক প্রাণে
হয়ে যেতো কতো ঝড় ।।


একদিন এক রাজ কন্যা এলো
দূর শহর থেকে সেই খানে
খেলার সাথী হলো
খেললো খেলা তিনজনে
দুই বন্ধুর মাঝ খানেতে
দাঁড়ালো যে সেই মেয়ে
তারপরে মন বললো
কে আপন কে যে পর ।।


এক ফুলে দুটি ভ্রমর কি
থাকে কোথাও এ জগতে
এক বন্ধু তাই হাসি মুখেতে
সরে গেলো সেথা হতে
কেউ জানলো না সেই হাসিতে
কতো কান্না যায় ঝরে
আজ একজনের সুখের সংসার
আর একজন যাযাবর ।।