দেখেই মনে হলো যাকে চেয়েছি
তাকেই এখানে খুঁজে পেয়েছি
এলাম বলেই আজ এই পথে
দেখা হলো তারই সাথে যেতে যেতে ।।
নীল নীল আকাশে ঝিলমিল কি সোনালী
লাল লাগ পলাশে যে রং খেয়ালী
সে রং এলো চোখেতে ।।
চঞ্চল হৃদয়ে উচ্ছল কি দুরাশা
অন্তর গহনে আজ সেই ভরসা
চাই না এ পথ আর হারাতে ।।