চুরি করে আমার মন যাই লড়ে এখনই
চোরা কারবারি সে আগে কই বুঝিনি
সোনাদানা ছিলো হাতে, কানে ছিলো ঝুমকো দুল
এলো খোঁপা থেকে শুধু নিয়ে গেল চাঁপা ফুল ।।
যে বাঁশি উঠতো বেজে নিশিথের আঁধারে
সংকেত সুরে সুরে ডাক দিতো আমারে
সিদ কাটি হয়ে কেনো ভাঙলো সে জাতি কুল ।।
যদি এই মন বাগানের আধ ফোঁটা কলিতে
মধু লোভ করে অলি এলো কথা বলিতে
মধু না নিয়ে তবে দংশিল কেনো হুল ।।