চিরদিনই এইভাবে ভালো যেন বেসে যাই
আরো কাছে সরে এসে মনে মনে মিশে যাই
তুমি যে শুধু আমার, তুমি যে শুধু আমার ।।
সোনা ঝড়া এই দিন
এই হওয়া ফাগুনে
এই যে ফুল ওই পাখি
আজ শুধু দুজনে
সব নিয়ে চলো দুজন
স্বপ্নেরই দেশে যাই ।।
তুমি যে শুধু আমার......
কাছে আসি এতবার
সাধ তবু মেটেনা
দুটি মনে এত সুখ
মন তবু মানেনা
চলো দুজন একই খুশি
এক স্রোতে ভেসে যাই ।।
তুমি যে শুধু আমার......