বিনা কাজে আহা কীযে করে মন
ভরা সাঁঝে একি লাজে
কেনো নূপুর বাজে না বাঁশি বাজে ।।
বিনা মেঘে কতো বজ্র পড়েছে চিরদিনই
বিনা দানে তুমি করেছো আমায় কতো ঋণী
বিনা ফুলে যেনো বরণ করেছি ঋতু রাজে ।।
বিনা সুরে মনে গানের দোলন কেনো দোলে
কাছে দূরে যতো খেয়ালের তরী পাল তোলে ।
বিনা চাঁদে একি জোছনা ঝরে গো নীলাকাশে
বিনা ভুলে দুটি নয়নে স্বপন ছায়া ভাসে
বিনা ডোরে একি মালাটি পড়ালে বুঝিনা যে ।।