ভোমরা রে, তুই এ ফুলে ও ফুলে
কি কথা শুনিয়ে যাস রে
সে কি না লেখা কোনো কবিতা
তাই লুকিয়ে কিছু শুনে তা
খুশিতে আবেগে কাঁপে যে
ফাগুন মাস রে ।।


মন ভোলানোর মন্ত্রটা তুই
ভালোই গেছিস শিখে
সেই তোকে তার মন দিয়ে ফেলে
তাকাস রে যার দিকে
সেতো জানেনা তুই পালাবি
শুধু নেশাতেই মন জ্বালাবি
এ খেলা খেলে যে ঘটাবি সর্বনাশ রে ।।


তবু শুনে রাখ, তুই শুনে রাখ
সব ফুলেরাই সহজ সরল নয়
অনেকের ওই পাপড়ির নিচে
গোপন কাঁটা যে রয়
আরো প্রনয়ে তোকে জড়িয়ে
আরো সুখেতে মন ভরিয়ে
হঠাৎ কখন পরাগে মরণ ফাঁস রে ।।