বাঁকা চোখে বলোনা
কথা বলো চোখে চোখ রেখে
বাঁকা চোখে বলোনা,
মনের চেহারা দেখতে দাও না ।।
চোখ হলো সেই আয়না
যাকে ঠকানো কখনো যায়না
কে যে আসল কে যে নকল
বুঝবো তোমার চোখ দেখে ।।
কিছুদিন থেকে গেছি কাছে
কতো সুখে মন ভরে আছে
স্মৃতি তার মণিমালা হয়ে
এ জীবনে জানি যাবে রয়ে ।
যাও যদি সবই অবসান
আমি করবো না কোনো অভিমান
যাবো আমি চলে সব কিছু ভুলে
কোনোই বাঁধন না রেখে ।।