আমি তোমারে ভালোবেসেছি
চিরসাথি হয়ে এসেছি ||


এ লগন পূর্ণ যে তোমাতে
শুভরাত জানে না গো পোহাতে
তোমারই ব্যথায় কেঁদেছি যে হায়
তোমারই হাসিতে হেসেছি ||


তোমার কানে কানে দুটি কথা তাই শুধু বলব,
‘ভালোবাসি, ভালোবাসি |’
প্রণয়ের নীলাকাশে দুটি তারা হয়ে মোরা জ্বলব
‘ভালোবাসি, ভালোবাসি’ |


পৃথিবীকে তাই বলি বারেবার,
মোর চেয়ে সুখী কেহ আছে আর ?
বহু জনমের মিলনসাগরে
আমারা দু’জনে ভেসেছি  |