আমি সারারাত শুধু যে কেঁদেছি
বুঝিনি এভাবে তুমি চলে যাবে
জানিনা কি অপরাধ করেছি।।
পারিনি কিছুতে নিজেকে বোঝাতে
কি ভুলে সবই যে হলো হারাতে
পারিনি সে রাতে তোমায় ফেরাতে
ঢেকেছি এ আঁখি শূণ্য দুহাতে
তবে কি ভুলের স্বর্গই গড়েছি।।
জানিনা কী পেলে তুমি এ খেলাতে
সুখেরই ছবিটি ছিঁড়ে ফেলাতে
জানি না তোমাকে আমি কী দিয়েছি
কী যে চেয়েছি কী বা পেয়েছি
চোখেরই জলেতে মুক্তোই যে ধরেছি।।