আমি মিস্ ক্যালকাটা চাই না দিতে টিপ্ স,
এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিসটিক্ স্--
আমি মিস্ ক্যালকাটা নাইন্ টিন সেভেন্ টি সিক্ স্ ||
আমি হরিয়ানা থেকে মেলে ডানা চন্ডীগড়ের রানি,
উড়ে এসে জুড়ে বসি খেতে বড়ো ভালোবাসি বাংলাদেশের পানি |
ইডলি দোসা সম্বরম রান্নাতে আমি উত্তমম্ |
আমায় যে দেখেছে সে সেই বলে ফেঁসেছে--
আমি কাকে নাকি কানা করে এসেছি |
যদি কেউ সাধু সেজে হয় আসলে ভন্ড নকল,
আমরা সবাই যে তার মুন্ডু নিয়ে খেলব ফুটবল |
ভালোবেসে সকলে রেখে দিয়ে দখলে দেব কচুপোড়া |
আমি মিস্ ক্যালকাটা, চাই না দিতে ট্প্ স্--
এখনো তো কেউ জানে না আছে কত ট্রিক্ স ||