আমি জলেই নাহয় ভাসলাম
আর আগুনেই নাহয় জ্বললাম
তোমার কি এসে যায় তাতে?
আমি সব হারিয়ে ফেলে
আরও নিঃশ্ব হয়ে গেলে
তোমার কি এসে যায় তাতে ?।


শুধু স্বপ্ন মহল গড়ে
যদি দূরেই তুমি থাকো
আর নিশি ডাকা সুরে
আমায় বারে বারে ডাকো
আমি ঘর ছেড়ে ছুটে গিয়ে
ফিরে আসি যদি শূন্য এ দুটি হাতে ।।


আমি ইন্দ্রধনু ভেবে
থাকি আকাশ পানে চেয়ে
তুমি উড়ো মেঘের ঝড়ে
দাও আমার দু' চোখ ছেয়ে
আমি ভুল ভাঙা ব্যথা নিয়ে
একাই চলি যদি বুক ভরা বেদনাতে ।।