আমি বাণী সুরের মধ্যে থাকি
তুমি দাও না আমায় ভালোবাসার সুর
আমি গান করে তা রাখি ।।


কতো কবির কল্পনা যে আমি
কতো কথা সোনার চেয়েও দামী
একটু পেলে তোমার বাঁশি কিংবা মনও বীণা
তাকে বুকের মধ্যে রাখি ।।


বাণী আমি একা বড়ই একা
সুরের সাথী দাও না আমায় দেখা ।


জীবন যখন প্রথম পেলো ভাষা
সেদিন থেকে ঝরাই আমার আশা
সেদিন থেকেই খুঁজে চলি নিত্য তোমার সুর
আজো তাই তো তোমায় ডাকি ।।