আমার মনকে নিয়েই আমার যতো ভাবনা
যেই না কারো কালো চোখে
একটু আলো জ্বলতে দেখে,
ভোর হয়েছে ধরে নিয়ে অমনি মেলে পাখনা।।


যেই না কারো চলার সুরে
একটু নতুন ছন্দ পাবে
অমনি সে যে পথ হয়ে তার সঙ্গে যাবে।
স্বরলিপি করে তাকে বলবে হৃদয় গাক্ না।।


আমার মন যে আমার মন বোঝে না
তাই তো আমার ভয়,
আমি বোঝাই তাকে যা পেয়েছো
সে কী অনেক নয়।


বুকের মাঝে সুখের বাসা
দিলাম তাকে যতন করে,
সে তবু এক ভালবাসার বায়না ধরে—
কেবল বলে— যা পেয়েছি কেউ তা নিয়ে যাক না।।