আমার কথা শিশির ধোঁয়া হাস্নোহানার কলি
নিরব রাতে মৃদুল হাওয়ায় হয়তো কিছু বলি ।।
তার সুরভির স্বপ্ন তোমার চেনা
চিরকালের ভালোবাসায় কেনা
আকাশ জানে ঝর্ণা কোথায় তারার রূপাঞ্জলি ।।
আমায় যেমন তোমার মাঝে
হারিয়ে দিয়ে খোঁজও
না বলা সব মনের আশা
তেমনি করেই বোঝোয় ।
সেই প্রনয়ের গভীরতায় রেখো
সেই চোখেতেই আমায় তুমি দেখো
ভুল করো না রাত্রি যদি না হয় চন্দ্রাবলী ।।