আমার গরের দার হয় হোক বন্ধ
ভাগ্যর নিষ্ঠুর হাতে
তোমাদের ভালোবাসা একটু সূর্য হয়ে
জেগে থাক আঁধার রাতে
দুঃখের দিন আজ কান্নার দিন
এই দিন তোমার আমার
এইখানে সব স্নেহ সব মমতা
মনে মনে হোক একাকার ।।


হারিয়ে যাবার যা যাক হারিয়ে
শূন্য করে সবই
এ জীবন এখন হয় যদি হয়ে যাক
স্মৃতিতে আঁকা ছবি
বেদনাকে জয় করে অশ্রুকে মুছে ফেলে
গাইতে কি পারবো আবার ।।


একটি পাত্রে ভরা একটু অন্ন ভোগ
এ যে মহা দান বিধাতার
বুকেতে থাকলে প্রেম তারই আলোতে
সব কিছু দেখবো আবার
যতো দামে দামী হোক আপনজনের কাছে
তুচ্ছ সে হিরকের হার ।।