আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে।
আল দিয়ে কে গেছে কোথায় জানি না।
সবুজ ধানের শীষ যে ক'টি ঝরেছে।
শিস্ দিয়ে কোন ময়না কী গায় জানি না।।
সারস পাখির শঙ্খবরণ পাখাতে–
কে এলো আজ রোদের সোনা মাখাতে।
গাঙশালিখের দলকে পাগল করেছে।
সে কার মরমের গোপন কথায়– জানি না।।
জানি না উছলে ওঠা ঝিলের দলে কে দিল ঢেউ।
শুধু জানি এই দেশেতে মনের মতো এসেছে কেউ।
সময় ভুলে ফুটলো কলি অকালে।
বটের ছায়া নামলো বুঝি সকালে।
যার মিতালীর স্বপ্নে হৃদয় ভরেছে
তার রূপটি কেমন আর নামটি কী হায়! জানি না।।