আজ, কৃষ্ণচূড়ার আবীর নিয়ে আকাশ খেলে হোলি
কেউ জানে না সে কোন কথা
মন কে আমি বলি।
মনের কথা মন যদি কয় মনে মনে
সেই, কথার মায়া জড়ায় কেন নয়ন কোণে
আহা, কিছু শুনি কিছু ভাবি নতুন পথে চলি।
এই সুর-বলাকা মেলে পাখা আপন অনুরাগে
কেন সে মানেনা সুদূর তাকে ডাক দিয়েছে আগে
কত যে ডাক ডেকেই চলে পায়না সাড়া
দেখা পেয়েও কত দেখা দিশাহারা
তবু নদীর চোখে সাগর আঁকে
সাধের জলাঞ্জলি।।