আবেশে মুখ রেখে পিয়াল ডালে
ওই সাতরঙা পাখি বলে মনের কথা,
গরবী মানিনী তার সাথিরে
বলে নীড় সাজানোর কত কথা---
ও কাঠঠোকরা বউ মান করো না, শোনো কথা।।
নানান নামের গাছ ভরানো সবুজে
পাতারা সব কাঁপে কিছুই না বুঝে।
উড়ছে যত ফুলের মেয়ে শোনে তা’
তারই পাশে চুপি চুপি কনকলতা।।
কাজলা দিঘির ওপারে তার সঙ্গিনী
সেই কথাটি শুনেও যেন মানে না,
কোনো সাড়াই আনে না।
খবর নিতে শিমূল ওড়ে আকাশে
ভাসিয়ে নিয়ে যায় সে কথা বাতাসে
এমনি লগন ফিরিয়ে তুমি দিও না,
চিরদিন থাকে না এ উজ্জ্বলতা।।