আমি   তোমার কাছেই ফিরে আসবো
.        তোমায় আবার ভালোবাসবো
.                তুমি কি ডাকবে মোরে
.                চেনা সে নামটি ধ’রে?


.        জীবনের এই পথ আঁকাবাঁকা হয় হোক
.                হোক্ না সে বন্ধুর
ঠিকানা লিখে যাক্        ওই দুটি কালো চোখ
.                এই প্রিয় বন্ধুর
চেনা সে নামটটি ধরে        তুমি কি ডাকবে মোরে?


.        তুমি দিলে সে-কথা         পাখী নিয়ে গায়
.        আকাশের নীল স্বপ্নে        আলো হ’য়ে যায় ;
.        পৃথিবীর যত সুখ           যত কিছু ভালো তার
.                সব নিয়ে চলে যাই ;


.        দুজনার দুটি মন           চিরতরে একাকার
.                এই শুধু বলে যাই!
চেনা সে-নামটটি ধরে        তুমি কি ডাকবে মোরে??