আমি বলি তোমায় দূরে থাকো
.            তুমি কথা রাখোনা
শুধু মনে মনে কাছে ডাকো
.            তুমি কেন ডাকোনা ?


কত যে তোমারে বোঝাবো তুমি বলোনা
.             তুমি আমার
.             আর আমি তোমার   নয় ছলনা
আহা নয় সুরে সুরে আমার ছবি আঁকোনা |


এ- তীরে সহসা তরণী তুমি বেয়োনা
.             কূলে আমার
.             যদি লাগে জোয়ার ফিরে যেয়োনা
যদি চাও ভোলাতেগো আমায় ভুলে থাকোনা ||