এতো ভালোবাসি তোরে ভরে না তবু মন
‎প্রেম চাইয়া কেন তুই করিস জ্বালাতন।।

‎আমি একটা উদাস মানুষ ভাবি সারাক্ষণ
‎আমারে জ্বালাইয়া নিস ব্যাপক বিনোদন।।

‎কেনো যে তুই এমন করিস ভাবিসনা আপন
‎সন্দেহের মিথ্যাচারে ভাঙ্গিস কেবল মন।।

‎তোর জন্য এই জীবনে এতো আয়োজন
‎কাউকে আর বুঝি নারে তোকেই প্রয়োজন।।

‎২০ জুলাই ২০২৫