মন ময়ূরী আবেশে দোলে
ছন্দে ছন্দে কতো না রঙ্গে ফুল আঁকে
এ রূপ মাধুরী দিলো কে
তুমি বুঝি এলে কাছে ।।
ফাল্গুনী হাওয়া করে আসা যাওয়া
চকিতে তোমারই সাড়া পাই
বলে হিয়া আমি প্রিয়া
মালা চন্দনে পুষ্প গন্ধে
আমি যেনো মিশে যাই
ছন্দে ছন্দে...... ।।
আনমনা পাখি ওঠে বুঝি ডাকি
সে যেনো তোমারই কথা কয়
আঁখি কোলে মায়া দোলে
মাধুরী তোমার অঙ্গে অঙ্গে
হলো আজ মধুময়
ছন্দে ছন্দে...... ।।