যখন রব না আমি দিন হলে অবসান,
আমারে ভুলিয়া যেও মনে রেখো মোর গান ||


আমার মালার ফুলে
ধূলা যদি লাগে ভুলে,
গানের কুসুমগুলি হবে না তো কভু ম্লান ।।


মোর জীবনের যত ভুল
তুমি ভুলে যেও সেইদিন,
নিভে যাক নিশি ভোরে
যে দীপ হল মলিন |


গানে গানে পরিচয়
সুন্দর তরো হয়,
সেই স্মৃতি হবে মোর বিদায় বেলার দান ।।