যে ভালোবাসায় ভোলায় মোরে
মিছে আশায় ভোলায় না,
সেই তো আমার প্রিয় ।
যে দুঃখে সুখে দোলায় মোরে
কল্পনাতে দোলায় না ।।
সেই তো আমার প্রিয়....
যে সকল ঝড়ের আঘাত থেকে
বাঁচায় মোরে আগলে রেখে,
প্রদীপ হয়ে নিজেই জ্বলে
আগুন হয়ে জ্বালায় না ।।
যে আপন হাতের পরশ দিয়ে
অশ্রু আমার দেয় মুছিয়ে,
মনের মালায় বাঁধে আমায়
বনফুলের মালায় না ।।