জানি বাহিরে আমার তুমি অন্তরে নও
ভাঙিয়ো না এ মধুর ভুল
আজি আমার কন্ঠে দিলে যে কুসুম হার
জানিনা কাহার তরে তুলেছো সে ফুল ।।
মনে হয় আমারই আঁখিতে
যেন কার ছবি চেয়েছো দেখিতে
যেন ষোড়শী জলে হেরি চাঁদের ছায়া
তৃষিত চোখয ওরা যে হয়েছে ব্যাকুল ।।
বুঝি আমারই মাঝে আর কারে
খুঁজিতেছো দিনও যামী
তুমি মনে মনে চেয়েছো যারে
হয়তো সে নাহি আমি ।
নিশিদিন তাই মনে হয়
তুমি দিয়েছো যা সে আমার নয়
তবু তোমারই প্রেমের ফুলে এ মধুরাতে
ফুটিলো আমার ভীরু হৃদয় মুকুল ।।