যবে এসেছিলে তুমি প্রিয় জীবনে মম,
ছিল মধুর রাতে জীবনে মম ওগো সাথী
তব আঁখিপাতে লেখা ছিল প্রেমের ভাষা,
ছিল অধরেতে আধো ফোটা মধুর আশা
তুমি দিলে মোরে ভালবাসা মালাতে গাঁথি, ছিল মধুর রাতে----
তব মুখখানি ছিল জাগি ধূপে মম গো, রাতের নীড়ে আঁধো জাগা পাখী
সম গো--- নিশি জাগিয়া পোহাল ফুল শয়ন পাতি, ছিল মধুর রাতে----
সেই মধুরাতি এ জীবনে এলো না ফিরে | ঝরা ফুলেরই বাসরে আজি
একা জাগি রে-হায় বিরহ আঁধারে জ্বলে স্মৃতির বাতি, ছিল মধুর রাতি---