ঘুম যায় ঐ চাঁদ মেঘ পরীদের সাথে 
গল্প শোনার পালা এখন নিঝুম নিশি রাতে ।।
এক যে আছে স্বপন পুরী নেই কো সেথায় হাসি 
মালঞ্চে নেই ফুলের বাহার বাতাস যে উদাসী 
এমন সময় ডালিম কুমার এলো বাঁশি হাতে ।।
সোনার খাটে ঘুমায় কন্যা, রুপার খাটে পা 
কুমার ডাকে জাগো জাগো কন্যা জাগে না 
মায়ার কাঠি ছোঁয়ানো তার কোমল আঁখিপাতে ।।
বাঁশরিয়া ডালিম কুমার বাজায় তখন বাঁশি 
নহবতে বাজলো সানাই ফুটলো ফুলের হাসি 
নয়ন মেলে রূপ কুমারী চাইলো জোছনাতে ।।
