ফেলে আসা দিনগুলি মোর
মনে পড়ে গো, আজো মনে পড়ে গো
সারা তৃষিত জীবনের পথ পড়ে গো ।।


আমার আকাশে যারা এনেছিলো মধুরাতি
কিশোর বেলায় ছিলো অশ্রু হাসির সাথী
সেই গান অভিমান খেলা ঘরে গো ।।


দূরে চলে যাওয়া হায় সেতো নহে ভুলে যাওয়া
মনো বনে আজো বহে, স্মৃতিরো দখিন হাওয়া
ভালোবাসা জেগে আছে মোর তরে গো ।।