সেই মধুরাতে আধখানি ছিল জাগিয়া,
আর বুকে মম ছিলে জাগি সে তুমি প্রিয়া ||
আমি কহিনু তোমারে, ‘বলো একবার,
শত জনমে মরমে প্রিয় আমি যে তোমার’ ,
তব আঁখিপাতা আধো লাজে এল নামিয়া ||
যবে স্বপনে পড়িল ঢুলে চাঁদের আঁখি
এল অধর কুলায়ে দুটি অধীর পাখি-----
মোরা দু’জনে নীরব, শুধু মুখর হিয়া ||
আজ আঁধারে হারায়ে গেছে সে মধু তিথি,
তব স্মরণের তীরে একা জাগিছে স্মৃতি----
মোর ভালোবাসা খোঁজে তোমায় দীপ জ্বালিয়া ||