তোমার যখন ১৪ আমার তখন ১৯
ডাক পিয়নের খবর এলো
জংলা পাড়ায় খবর গেলো
আমার কবর খুঁড়িস।...


নভেম্বরের সকাল-বিকাল
অক্টোবরের রেইন,
হয়নি দেখা রাতের আকাশ
তোমার কালো চুলের বাতাস
মুঠোফোনটাও বেজে ওঠেনি...
প্রথমদিনেই আমায় ভুলে
পর করিলে মেয়ে।
১৪ তলা স্বপ্ন তোমার ভেঙে ভেঙে পড়ে
যাচ্ছে দিনে গোপন মনে আমার খবর রাখিস।...


ডিসেম্বরের আকাশ হালকা শীতের অভাস
খুব জরুরী ডিসি পার্কের মোড়ে
তোমার নূপুর ঝুমকো বাজে না।...
এখন আমি রোদের আকাশ তুমি মেঘের ভেলা
মেঘলা দিনে একলা থাকো পাশের মানুষ ছাড়া।
দূরে থেকো মন ভুলানি চাঁদের পথিক চাঁদের দেশে
তোমার যেন পাইনা কোন হদিস।...


দরজা খোলা আছে, আসতে পারো কাছে
মেঘের সাথে হল্লা করে দিনগুলো সব যাবে।
প্রথম এবং শেষ চিঠিটা হয়তো তোমার বাজে
কিন্তু আমি আকাশ খুঁজি তোমার বুকের পাশে।
জংলা পাড়ার মাঠে, রক্তবীজের ঘাটে
আমার খবর রাখিস!....