পিরিতের গাঙ, বন্ধু
পিরিতের গাঙ
মইরা গেলেও কেউ দেখে না
কইরা খান খান।
সুখের একটি পায়রা পুষি
মগ ডালে বাসা
উড়াল দিলো আর এলো না
অন্তর কইরা ফাঁকা।
বন্ধু আমার কীর্তিনাশা
কুলমানের ধার ধারে না—
একা কইরা ছাইড়া গেল
( মনে বইসা মধু খেলো )
আমার কথা ভাবলো না।।
দূরে থাইকো দূরের পাখি
কইরা যাইও উদাসীন
মনে রাইখো, ব্যাথার সাগর
উথলে উঠে রাত্রি দিন।
আমি তোমার মন সাগরের মরা।।