আড়ালে হারিয়ে বলো কী পেয়েছ
পিছনে অতীত ফেলে?
অভিমান ভুলে সেই তো আবার
পিছনেই ফিরে এলে!!
সুখের স্মৃতিরা গোপনে হারিয়ে
এভাবেই পিছু ডাকে,
হারানো পথের বাঁকে বাঁকে তার
আহ্বান লেখা থাকে।
পিছুটানে সেই পথে আনবেই
জোনাকিরা আলো জ্বেলে।।
ফেলে আসা তিথি ফেলে দেয়া স্মৃতি
হারায় না জেনো দূরে,
জেগে উঠে প্রাণে আবারো সে গানে
ভুলে যাওয়া সুরে সুরে।
স্মৃতিদের ঘিরে তাই তো আবেগে
চুপিসারে প্রাণ জাগে,
মনের গোপনে গাঁথা হয় গান
কী ব্যাকুল অনুরাগে!
সুরে সুরে তার গেয়ে যায় পাখি
দিগন্তে ডানা মেলে।।
(রচনাকাল: ২৯ জুন ২০১৭ ইং)