প্রেম জ্বালা ভীষণ জ্বালা অন্তর সহে না
ভালোবাসা মানেই শুধু দুঃখ যন্ত্রণা
.
মন প্রাণ উজাড় করে বাসলাম যারে ভালো
প্রতিদানে এই অন্তরে ব্যথা দিয়ে গেলো
এ-তো ভালো বাসলাম তবু মন পাইলাম না
.
কাঞ্চা বাঁশে হয় না খুঁটি ঘর ভাঙ্গে অকালে
ঠিক তেমনি হয় নারে প্রেম গরীবের কপালে
.
এই দুনিয়ায় মিলে কী হায় খাঁটি ভালোবাসা
প্রেমের নামে দেহ ব্যবসায় মিটায় পিপাসা
কয় খায়রুলে সানিরে তুই আর কান্দিস না



রচনাকাল : ২৭/১০/২০২৪ (টংগী, গাজীপুর)
সময় : রাত ১১.৩০ মিনিট
উৎসর্গ : প্রিয় ভালোবাসা সুখ তাঁরা (ছদ্মনাম) প্রতি