ভাবিয়া করিও কাজ,
ওরে মন মহারাজ!
করিয়া ভাবার তুমি সময় পাইবা না।
মোহের ফাঁদে পড়িলে, জগৎও সংসারে,
সুখ বিনে দুঃখ ছাড়া কিছুই পাইবা না।
ভাবিয়া করিও কাজ,
করিয়া তুমি ভাইবা না।


পঞ্চভূতে বসত করে তোমার দেহের ভিতর,
ছয় রিপুয়ে নাশ করে তোমার সেই অন্তর।
পঞ্চভূতকে না চিনিলে,
দেহটাকে না ভজিলে—
ও মন তুমি, মানুষ হইবা না।
ভাবিয়া করিও কাজ,
করিয়া তুমি ভাইবা না।
(আংশিক)