ভাবিয়া করিও কাজ
—ফকির খায়রুল


ভাবিয়া করিও কাজ,
ওরে মন মহারাজ!
করিয়া ভাবার তুমি সময় পাইবা না।
মোহের ফাঁদে পড়িলে, জগৎও সংসারে,
সুখ বিনে দুঃখ ছাড়া কিছুই পাইবা না।
ভাবিয়া করিও কাজ, করিয়া তুমি ভাইবা না।


পঞ্চভূতে বসত করে তোমার দেহের ভিতর,
ছয় রিপুয়ে নাশ করে তোমার সেই অন্তর।
পঞ্চভূতকে না চিনিলে,
দেহটাকে না ভজিলে—
ও মন তুমি, মানুষ হইবা না।


মোহ মায়ায় বন্দী হইলে, মুক্তি মেলা দায়
নিজেরে না চিনিলে মন, তুমি অসহায়।
যে জন নিজেরে জানে,
সে-ই তো স্রষ্টার পানে—
নিজেকে না চিনিলে, তুমি আল্লাহ পাইবা না


মানুষ বাঁচে কর্মগুনে ভবের এই ঘরে
আবার সেই কর্ম ভুলে অকালেতে মরে
কয় খায়রুলে মানো রীতি
বুঝিয়া সৃষ্টির নীতি
সময় গেলে সেই সময় ফিরে পাইবা না