গীতিকবিতা : ফুল নাকি ভুল
গীতিকবি : ফকির খায়রুল
(অস্থায়ী)
তুমি ফুল, নাকি ভুল,
নাকি তোমার প্রেমে করছি আবোল-তাবোল।
তুমি ভালোবাসা, নাকি মিছে মায়া,
নাকি তোমার ছোঁয়ায় মনে সোনালি ছায়া।
.
তুমি সুখের আলো,নাকি কালো ঝড়
নাকি ক্ষণিকের জন্য—মিছে আদর।
[কোরাস/পুনরাবৃত্তি]
শুধু এটাই জানি, এটাই মানি,
তুমি আমার বেঁচে থাকার প্রাণ।
ভালোবাসি তোমায় আমি,
তুমি আমার কাব্যে লেখা গান।
(প্রথম অন্তরা)
তুমি বাস্তব, নাকি কল্পনা,
নাকি হৃদয় ক্যানভাসে—প্রেম-আল্পনা।
তুমি পর, নাকি আপন,
নাকি তোমার সাথে—স্বপ্নে আলাপন।
(দ্বিতীয় অন্তরা)
তুমি কোলাহল, নাকি নীরবতা,
নাকি তোমায় নিয়ে লেখা প্রেম কবিতা।
তুমি সত্যি? নাকি মিথ্যা?
নাকি তুমি আমার অনুভবের ছবিটা
........
রচনাকাল : ২৩/১০/২০২৩ইং (নিজগৃহ)