প্রেম শিখাইয়া গেলা চইলা খবর রাখলা না
আজ নিকোটিন তোমায় খোঁজায় তুমি ভালো না
ছাইড়া যদি যাইবা পাখি কেনো বাঁধলা বাসা
দিবানিশি কাঁদায় আমায়,তোমার ভালোবাসা ||
.
পুরোনো সে স্মৃতিগুলো যখন পড়ে মনে
চোখের জলে ভাসায় আমায় দুঃখ দিয়া প্রাণে
যতো পারো দাও হে দুঃখ নাই বাঁচার আশা ||
.
তোমার মনে সুখের আলো আমার নামে ঘোর
নেশার সাথেই নিশি কাটে ধোঁয়ায় করে ভোর
তোমার মত নয় রে বেঈমান;নিকটিনের নেশা ||