কথা দিয়া কথার মানুষ
ভাইঙা দিলো মন,
এখন আমি একলা থাকি
নাই রে আপনজন।
সেই মানুষ আজ অন্য কারো
আমি মূল্যহীন,
বুকের ভেতর স্মৃতির নদী
বইছে প্রতিদিন।
বাঁচার মতো বাঁচি না আর
খুঁজি তোর ওই হাত,
যে হাতে তুই যত্ন করে
দিলি রে আঘাত।
সেই আঘাতে ধুঁকছি আজও
মরছি প্রতিক্ষণ,
এখন আমি একলা থাকি
নাই রে আপনজন।
একবার এসে হৃদয় ছুঁয়ে
কি ভুল ছিলো বল?
আমায় ভেবে কাঁদিস না তুই
মুছবে রে কাজল।
সেই আঘাতে ধুঁকছি আজও
মরছি প্রতিক্ষণ,
এখন আমি একলা থাকি
নাই রে আপনজন।