এই পৃথিবীতে কতো মানুষ আছে
থাকতে শিখেছে একা,
তাই জীবন গল্পে লিখে রাখে তারা
সময়ের রূপ-রেখা।


লিখে রাখি সব আবেগের কথা
কেই বা খবর রাখে!
ভুল থেকে যারা শিখে যায় রোজ
তারাই তো ভালো থাকে।


লিখে রাখা প্রেম স্মৃতির শহরে
গোপনে ছড়ায় আলো,
ভুলগুলো সব ফুল হয়ে আজ
বেসে যায় শুধু ভালো।